Fundamentals of losing fat: how to lose fat?

HOW TO LOSE FAT
ফ্যাট লস করার অনেক ধরনের ওয়ে থাকতে পারে, আমরা নিচে কিছু উল্লেখযোগ্য কারণগুলো তুলে ধরলাম।

১। আপনার খাবারের portion নিয়ন্ত্রণ করুন – আপনি কী ডায়েট করছেন তা আসলে ম্যাটার করে না, তবে আপনি যদি বেশি ক্যালোরি নিয়ে থাকেন তবে আপনি ওজন কমাতে পারবেন না।

২। ডায়েটে প্রোটিন এর পরিমান টা বেশি রাখুন – হাই প্রোটিন ডায়েট আপনাকে দীর্ঘ সময় ধরে ক্ষুধা লাগবে না এবং বেস্ট রিকোভারির জন্য প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করবে।
৩। স্ট্রেন্থ ট্রেনিং এবং কার্ডিও ওয়ার্কআউট করতে হবে – গবেষণায় বার বার দেখা গেছে যে স্ট্রেন্থ ট্রেনিং এবং কার্ডিও উভয়ই সমন্বিত ওয়ার্কআউট প্রোগ্রামগুলি বেস্ট রেজাল্ট প্রদান করে।

৪। পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম নিতে হবে – আপনি যদি খুব বেশি স্ট্রেসড হয়ে থাকেন বা খুব কম ঘুমান, তখন আপনার খাওয়ার মাত্রাটা বেড়ে যাবে।

৫। পর্যাপ্ত পরিমাণে পানি খাবেন – এটি আপনার শরীর থেকেস্ট্রেসড দূর করবে এবং আপনাকে হাইড্রেটেড রাখতে সহায়তা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *